নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক স্বল্পতার পাশাপাশি নেই প্রয়োজনীয় সংখ্যক নার্স, টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। এসব পদ দীর্ঘদিন শূন্য থাকায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। জেলা সিভিল সার্জন বলছেন, সদর হাসপাতালের চেয়ে এ সমস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও প্রকট। সূত্র জানায়, রাঙামাটি জেলায় রয়েছে একটি মাত্র জেনারেল হাসপাতাল। উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও ভালো মানের কোনো চিকিৎসা নেই। বাধ্য হয়ে উপজেলার বেশিরভাগ রোগী সদর হাসপাতালে আসেন। বহু পুরনো জেনারেল হাসপাতাল মাত্র ১০০ শয্যার। কিন্তু প্রতিদিন এখানে রোগী ভর্তি হচ্ছেন ২০০ থেকে ৩০০ জন। নেই পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। রাঙামাটি স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় চিকিৎসকের ১০৯টি পদ থাকলেও এর মধ্যে ৬৫টিই শূন্য রয়েছে। নার্সের ২৩২ পদের বিপরীতে শূন্য ১৫৬টি। এ ছাড়া ৮৬ জন মেডিকেল টেকনোলজিস্টের বিপরীতে শূন্য ৩২, উপসহকারী কমিউনিটি ও মেডিকেল অফিসার ৩৬ পদের (স্যাকমো) বিপরীতে ৩০টি, আটজন স্বাস্থ্য পরিদর্শকের বিপরীতে পাঁচটি, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ২৩ পদের বিপরীতে ১৪টি, স্বাস্থ্য সহকারীর ১৫৫ পদের বিপরীতে ৩০টি, সিএইচসিপির ১৩৪ পদের বিপরীতে ২২টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ২২০-এর বিপরীতে শূন্য ১৭৬টি পদ। রাঙামাটির সব হাসপাতালে পর্যাপ্ত কর্মকর্তা ও কর্মচারী না থাকায় অতিরিক্ত রোগীর স্বাস্থ্যসেবায় বেগ পেতে হচ্ছে বলে জানান জেনারেল হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর। তিনি বলেন, যতদিন রাঙামাটি জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত না হবে ততদিন এ সমস্যা থাকবে। এ ছাড়া অতিরিক্তি রোগী ভর্তি হলে বাড়তি শয্যা, ওষুধ ও খাবার প্রয়োজন হয়। এখানে শয্যা মাত্র ১০০টি। ফলে অনেক সময় রোগীর মেঝেতেও জায়গা হয় না। তার মধ্যে নেই পর্যাপ্ত কর্মচারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উন্নত সেবা নিশ্চিত করা গেলে সদর হাসপাতালের রোগীর চাপ কমে আসবে। সংকটের কথা স্বীকার করে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাস খীসা বলেন, জেনারেল হাসপাতালের চেয়ে এ সমস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মারাত্মক। বিশেষ করে উপজেলাগুলোতে চিকিৎসকের আবাসন সমস্যা রয়েছে। সেখানে অনেকেই থাকতে চান না। এ ছাড়া জেলার চারটি স্বাস্থ্য কমপ্লেক্সই একেবারে জরাজীর্ণ।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর