নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক স্বল্পতার পাশাপাশি নেই প্রয়োজনীয় সংখ্যক নার্স, টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। এসব পদ দীর্ঘদিন শূন্য থাকায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। জেলা সিভিল সার্জন বলছেন, সদর হাসপাতালের চেয়ে এ সমস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও প্রকট। সূত্র জানায়, রাঙামাটি জেলায় রয়েছে একটি মাত্র জেনারেল হাসপাতাল। উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও ভালো মানের কোনো চিকিৎসা নেই। বাধ্য হয়ে উপজেলার বেশিরভাগ রোগী সদর হাসপাতালে আসেন। বহু পুরনো জেনারেল হাসপাতাল মাত্র ১০০ শয্যার। কিন্তু প্রতিদিন এখানে রোগী ভর্তি হচ্ছেন ২০০ থেকে ৩০০ জন। নেই পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। রাঙামাটি স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় চিকিৎসকের ১০৯টি পদ থাকলেও এর মধ্যে ৬৫টিই শূন্য রয়েছে। নার্সের ২৩২ পদের বিপরীতে শূন্য ১৫৬টি। এ ছাড়া ৮৬ জন মেডিকেল টেকনোলজিস্টের বিপরীতে শূন্য ৩২, উপসহকারী কমিউনিটি ও মেডিকেল অফিসার ৩৬ পদের (স্যাকমো) বিপরীতে ৩০টি, আটজন স্বাস্থ্য পরিদর্শকের বিপরীতে পাঁচটি, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ২৩ পদের বিপরীতে ১৪টি, স্বাস্থ্য সহকারীর ১৫৫ পদের বিপরীতে ৩০টি, সিএইচসিপির ১৩৪ পদের বিপরীতে ২২টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ২২০-এর বিপরীতে শূন্য ১৭৬টি পদ। রাঙামাটির সব হাসপাতালে পর্যাপ্ত কর্মকর্তা ও কর্মচারী না থাকায় অতিরিক্ত রোগীর স্বাস্থ্যসেবায় বেগ পেতে হচ্ছে বলে জানান জেনারেল হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর। তিনি বলেন, যতদিন রাঙামাটি জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত না হবে ততদিন এ সমস্যা থাকবে। এ ছাড়া অতিরিক্তি রোগী ভর্তি হলে বাড়তি শয্যা, ওষুধ ও খাবার প্রয়োজন হয়। এখানে শয্যা মাত্র ১০০টি। ফলে অনেক সময় রোগীর মেঝেতেও জায়গা হয় না। তার মধ্যে নেই পর্যাপ্ত কর্মচারী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে উন্নত সেবা নিশ্চিত করা গেলে সদর হাসপাতালের রোগীর চাপ কমে আসবে। সংকটের কথা স্বীকার করে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাস খীসা বলেন, জেনারেল হাসপাতালের চেয়ে এ সমস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মারাত্মক। বিশেষ করে উপজেলাগুলোতে চিকিৎসকের আবাসন সমস্যা রয়েছে। সেখানে অনেকেই থাকতে চান না। এ ছাড়া জেলার চারটি স্বাস্থ্য কমপ্লেক্সই একেবারে জরাজীর্ণ।
শিরোনাম
- হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
সংকটে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ
জরাজীর্ণ ভবন নেই পর্যাপ্ত ওষুধ চিকিৎসক-কর্মচারী
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম