বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চাঁদা আদায়ের প্রতিবাদে চালকদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকরা। উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৫ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন তারা। চালকরা জানান, ৯ জানুয়ারি উচ্চ আদালত দেবীদ্বার পৌর এলাকার ছয়টি পরিবহন স্ট্যান্ড ইজারাদারের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। আদালতের স্থগিতাদেশ থাকার পরও সাবেক ইজারাদাররা অর্ধশতাধিক সিএনজিচালক থেকে ৩ হাজার টাকা করে বার্ষিক রেজিস্ট্রেশন ফি আদায় করেছেন। এ ছাড়া ট্রাফিক পুলিশের টোকেনের ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। রাস্তায় অটোরিকশা নামালেই তারা দৈনিক টোকেন মানি আদায় করেন। এ সময় দেবীদ্বারের ইউএনও ডেজী চক্রবর্তী চালকদের আশ্বস্ত করে বলেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভুয়া ইজারাদার, ট্রাফিক পুলিশসহ কাউকে চাঁদা দেবেন না। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ আন্দোলনকারীদের বলেন, উপজেলা পরিষদ থেকে রেজুলেশন করে সিএনজি স্ট্যান্ড ইজারা প্রদান বন্ধ করেছে।

সর্বশেষ খবর