বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চর বিজয়ে জেলেরা পেতে রেখেছেন সূক্ষ্ম ফাঁসের জাল। চরজুড়ে পাতা এ জালে আটকা পড়ে মারা যাচ্ছে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ। এমন দৃশ্য দেখে পর্যটকরাও হতবাক। এ নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরা। মৎস্য বিভাগ বলছে, বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না এদের। ছোট মাছ মারা বন্ধ না করলে অচিরেই দক্ষিণাঞ্চলের মৎস্যভান্ডার শূন্য হয়ে পড়বে- এমনটাই জানিয়েছেন চর বিজয় থেকে ফেরা পর্যটকরা। স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৪০ কিলোমিটার দূরে গভীর সাগরে চর বিজয়ের অবস্থান। বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকলেও শীতে বিশাল আকৃতি নিয়ে জেগে ওঠে চরটি। সারা বছর এর আশপাশে থাকে জেলের উপস্থিতি। তারা চর বিজয়ের বিভিন্ন পয়েন্টে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করেন। অবাধে মাছের পোনা নিধন বন্ধ না হলে সাগর-নদী থেকে মৎস্যসম্পদ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মৎস্য বিশেষজ্ঞরা জানান। বিষয়টিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউএসএইড, ইকোফিস-২ ওয়ার্ল্ডফিস বাংলাদেশ-এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ওই চরে বিভিন্ন সময়ে দেখেছি, জেলেরা ভাটার সময় জাল পেতে রাখেন। জোয়ার এলে ওই জালে ছোট-বড় সব সাইজের মাছ আটকে মারা পড়ে। শীত মৌসুমে অধিকাংশ রেণু পোনা চর বিজয়ের কোল ঘেঁষে আশ্রয়ের জন্য আসে। এর মধ্যে শতকরা ৮০ ভাগই ইলিশ। বাকি ২০ ভাগের মধ্যে রয়েছে তাইড়া, পোয়া, ফাইসা, বাটা, তুলারডাটি ইত্যাদি। এ ছাড়া জেলেদের জালে জড়িয়ে অতিথি পাখিও মারা যাচ্ছে। এ চরটি মৎস্য প্রজনন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন এই গবেষক। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, সাগর ও নদীর মোহনায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জায়গাটা একটু দূরে হওয়ায় সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হচ্ছে না। তার পরও সামুদ্রিক মৎস্য আইনে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়েছে। সাত-আটবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে পুড়িয়ে ফেলা হয়েছে ২০ হাজার মিটার অবৈধ জাল।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ