বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সড়কে পাঁচজন নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

সড়কে পাঁচজন নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনার রাতেই নিহত সিএনজিচালক আমজাদ হোসেনের ছেলে রিফাত হোসেন ট্রাকচালক সেলিম উদ্দিন ও হেলপার আশরাফুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামি সেলিম উদ্দিনকে গতকাল ভোরে বগুড়ার দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫-এর সদস্যরা। অন্য আসামি পলাতক রয়েছেন। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে গতকাল সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান।

তিনি সাংবাদিকদের বলেন, অপরাধী যত কৌশলীই হোক তাকে ছাড় দেওয়া হবে না। দ্রুত এ মামলার অন্য আসামি হেলপার আশরাফুলকে গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, সোমবার সকালে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের মালিপাড়া এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে একটি যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোচালক ও চার যাত্রী নিহত হন।

সর্বশেষ খবর