শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চিলমারী ছেড়েছে দীর্ঘ যাত্রার ‘গঙ্গাবিলাস’

কুড়িগ্রাম প্রতিনিধি

বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’ যাত্রাবিরতি শেষে গতকাল সকালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর ছেড়েছে। চিলমারী নদীবন্দর থেকে ভারতের ধুবড়ি বন্দরের উদ্দেশে ছেড়ে যায় প্রমোদতরীটি। গত বুধবার সন্ধ্যায় চিলমারী নদীবন্দরে ‘গঙ্গাবিলাস’ নোঙর করেছিল। এরপর রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন পর্যটকরা।

প্রমোদতরী কর্তৃপক্ষ সূত্র জানান, পর্যটকরা রংপুর বিভাগের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছেন। সেখানে কারমাইকেল কলেজ, বেগম রোকেয়ার বাড়িসহ বিভিন্ন ধর্মীয় দর্শনীয় স্থান ঘুরে দেখেন পর্যটকরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর পর্যটকদের অভ্যর্থনা জানানো হয়েছে।

চিলমারী নদীবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের বারানসি থেকে ১৩ জানুয়ারি যাত্রা শুরু করেছে প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’। নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে গঙ্গা বিলাসের সময় লাগবে মোট ৫১ দিন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের মানুষের জন্য ভাগ্যোন্নয়নে এ নৌপথে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সর্বশেষ খবর