শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

তুচ্ছ ঘটনায় জড়িয়ে পড়ছে সহিংসতায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরসহ বিভিন্ন স্থানে দিন দিন ভয়ংকর হয়ে উঠছে কিশোর গ্যাং। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে পড়ছে গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি জেলা শহর থেকে গ্রামে অহরহ ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা।

সূত্র জানায়, এলাকার কথিত বড় ভাইয়েরা কিশোর গ্যাংয়ের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। তারা জোগান দিচ্ছেন দেশীয় অস্ত্র ও মাদকের। ফলে পাড়া-মহল্লায় এদের দাপট বেড়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ সচেতন মহলের। কিশোর গ্যাংয়ের সদস্যরা জেলা শহরের কাঁঠালবাগিচা, পাঠানপাড়া, প্রফেসরপাড়া মোড়, আরামবাগ, গোয়ালপাড়াসহ বিভিন্ন স্থানে স্কুল ও কোচিংয়ের সময় আড্ডা দিলেও আইনপ্রয়োগকারী সংস্থার নজরে আসছে না। নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার্থীসহ মহিলারা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ককটেল বিস্ফোরণের জন্য ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের। তারা বড় ভাইদের ছত্রচ্ছায়ায় এসব অপকর্ম চালাচ্ছে। ঘটনার পর আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা দেখা গেলেও হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার দিন মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সময় সেখানে তিন কিশোরের অবস্থান শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতার করা হয়নি অদৃশ্য কারণে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শহরের পুরাতন বাজার এলাকার মাছপট্টির আশেপাশে দুটি পরিত্যক্ত ককটেল পায় পুলিশ। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা গত ২৫ ফেব্রুয়ারি নয়াগোলায় দেশীয় অস্ত্র, মাদকসহ কিশোর চারজনকে গ্রেফতার করে। গত বছরের ১৯ নভেম্বর একই এলাকায় অভিযান চালিয়ে চারজনের কাছ থেকে দুটি চাকু ও গাঁজা জব্দ করা হয়। একই বছরের ২৮ অক্টোবর কিশোর গ্যাংয়ের চার সদস্যকে জেলা শহরের আরামবাগ এলাকা থেকে একটি ক্ষুর, সুইচ গিয়ার চাকু, এন্টি কাটার ও একটি হুকসহ আটক করেন র‌্যাব সদস্যরা। পুলিশ সদস্যরা কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারে তেমন ভূমিকা রাখছে না বলে অনেকে অভিযোগ করেন। বিপথ থেকে কিশোর-তরুণদের ফেরাতে পরিবার ও স্থানীয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সুশীল সমাজ। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, দেশের অভ্যন্তরীণ ছিনতাই, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সব ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব বদ্ধপরিকর।

 

সর্বশেষ খবর