শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাদ পড়ল এক বিদ্যালয়ের বৃত্তি পাওয়া সবাই

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল

জয়পুরহাট প্রতিনিধি

১৫ বছর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এরপর এ প্রতিষ্ঠান থেকে আর কোনো শিক্ষার্থী বৃত্তি পায়নি। এবার বৃত্তি পরীক্ষার প্রথম প্রকাশিত ফলে বিদ্যালয়টির তিন শিক্ষার্থীর রোল নম্বর সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার তালিকায় ছিল। এতে শিক্ষক, অভিভাবক ও গ্রামবাসী আনন্দিত হয়েছিলেন। তাদের আনন্দ বেশিক্ষণ থাকেনি। বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলে তিনজনই বাদ পড়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।

বাদ পড়া তিন শিক্ষার্থীর অভিভাবকরা বলেন, সন্তানদের কৃতিত্বে আমরা উচ্ছ্বাসিত হয়েছিলাম। এখন আমরা ও আমাদের সন্তানেরা লজ্জা পাচ্ছে। এ ঘটনা সন্তানদের কচি মনে বড় দাগ কাটল। রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়, এবার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থীর মধ্যে ছয়জনই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রথম প্রকাশিত ফল সাধারণ গ্রেডে ১৮, ১৯ ও ২০ নম্বর রোল ছিল। এই রোল নম্বরগুলো যথাক্রমে আবদুল্লাহ আল জিসান, সাখাওয়াত হোসাইন সৌরভ ও আমিন শিকদারের। দীর্ঘদিন পর বিদ্যালয়ে তিন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় সবাই খুশি হয়েছিলেন। অভিভাবকেরা মিষ্টিও বিতরণ করেছিলেন। হঠাৎ বৃত্তির ফল স্থগিত করা হয়। বুধবার রাতে সংশোধিত ফল প্রকাশ হলেও সেখানে তিনজনের কারও রোল নম্বর নেই। জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, বুধবার রাতে বৃত্তি পরীক্ষার সংশোধিত তালিকা প্রকাশ হয়েছে। কে বাদ পড়ল কে যোগ হয়েছে তা এখন বলা যাচ্ছে না।

সর্বশেষ খবর