সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পদ্মার চরে লুট হচ্ছে ফসলি জমির মাটি

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

পদ্মার চরে লুট হচ্ছে ফসলি জমির মাটি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের মৃধাডাঙ্গি গ্রামের পদ্মার চরে ফসলি জমি থেকে মাটি ও বালি কেটে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পায় না সাধারণ মানুষ। তবে বছরের পর বছর এভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার ফলে তারা ক্ষতিগ্রস্ত। চলাচলের রাস্তা নষ্ট হয়ে গেছে। মাটি টানা গাড়ির চাপায় দুর্ঘটনায় মৃত্যুও হয়েছে। বাসাবাড়িতে ধুলাবালির স্তূপ জমে গেছে। কৃষকরা জানান, পাশের জমি থেকে এভাবে ফি বছর মাটি কেটে নেওয়ায় তাদের জমির ফসলও ঝুঁকির মধ্যে রয়েছে। বললেও তাতে কাজ হচ্ছে না। অপরদিকে বছরের পর বছর এভাবে পদ্মার চরের বালি ও মাটি লুটের ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন বলছেন, বিষয়টি তাদের জানা ছিল না। সরজমিনে মৃধাডাঙ্গি গ্রামের পদ্মার চরে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বাজার থেকে এলজিইডির আঞ্চলিক পাকা সড়ক হয়ে মাত্র দুই কিলোমিটারের মতো দূরত্ব এই গ্রামের। পাকা সড়ক থেকে একটি মাটির রাস্তা নেমে গেছে সোজা চরের বুকে। নদী ভাঙনের কারণে পদ্মার এই চরের বাসিন্দারা প্রায় ৯ বারের মতো নদীভাঙা হয়ে এখন উপজেলা সদরের একেবারে কাছে এসে বসতি গেড়েছেন। চরের সঙ্গেই মরা পদ্মা। শুকনো মৌসুমে পণ্যবাহী কার্গো এসে আটকে যায় নদীর বুকে। অন্যদিকে, চরের জেগে ওঠা জমির নতুন মাটিতে বাদাম, ভুট্টা, ধান, কলইসহ নানা শস্য আবাদ করা হয়েছে। মৃধাডাঙ্গির চরের মাটির রাস্তা দিয়ে এগিয়ে যেতেই ফসলি জমির মাঝ বরাবর মিলল একে একে পাঁচটি মাটি ও বালিভর্তি গাড়ি। শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে বানান লরির মতো দেখতে এসব গাড়ির কোনো বৈধতা নেই। তবে এখানে বালি ও মাটি টানার কাজে দেদারসে ব্যবহার চলছে। আর ভালো লাভ থাকায় অনেকে এভাবে গাড়ি তৈরি করে লগ্নিও খাটাচ্ছে এ ব্যবসায়। এদিকে, মাটি কাটার খবর সংগ্রহের জন্য সেখানে পৌঁছানোর পর মাটি ভর্তি গাড়ি ও মাটি কাটার বেলচা-কোদাল ফেলেই সেখান থেকে পালিয়ে যায় শ্রমিকরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও তারা ফিরে আসেনি। সেখানে উপস্থিত লিটন মৃধা (৪৫) নামে একজন কৃষক জানালেন, জমির মালিকেরা এই মাটি বিক্রি করে দিয়েছে। আর মাটির ব্যবসায়ীরা এসব শ্রমিক দিয়ে কেটে গাড়ি ভর্তি করে বিক্রি করছে। এ শ্রমিকদের কেউই স্থানীয় নন। তিনি জানান, প্রতিদিন চার পাঁচটি গাড়ি ভর্তি করে কয়েকশ’ গাড়ি বালি ও মাটি বিক্রি করা হয়।

 

সর্বশেষ খবর