শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তিন ছেলেসহ বাবা মায়ের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে হত্যা মামলায় তিন ছেলে, তাদের বাব-মাসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের দণ্ডদেশ দেওয়া হয়েছে। অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে গতকাল এ রায় দেন। আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী ও একই এলাকার আবদুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন। ২০০৭ সালের ১১ এপ্রিল দেবরাইল গ্রামের আজিজুল ইসলাম পরিবারের লোকজন নিয়ে আলাপ-আলোচনা করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে আসামিরা আজিজুলসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আজিজুল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সর্বশেষ খবর