জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোররাতে জেলা শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ভোর রাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ওসি মোক্তার হোসেন আরও জানান, স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।