কালিয়াকৈর পৌরসভার সফিপুর পূর্বপাড়ায় অগ্নিকান্ডে একটি টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। রবিবার রাতে আবদুল করিমের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানান, রবিরার রাত সাড়ে ৮টার দিকে সফিপুর পূর্বপাড়ার ভাড়াটিয়া কাইয়ুম হোসেনের রুমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।