শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বোরোর ফলনে খুশি কৃষক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চলতি মৌসুমে আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তীব্র গরম উপেক্ষা করে ধান কেটে মাড়াই করছেন কৃষকরা। বসে নেই কৃষাণিরাও। তারা মনের আনন্দে ধান শুকিয়ে গোলায় তোলার কাজে সহযোগিতা করছেন। বোরোর ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি ইরি-বোরো মৌসুমে ঘাটাইলে ২১ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ মেট্রিক টন। মৌসুমের প্রায় শেষ দিকে হঠাৎ কিছু এলাকায় বিআর-২৮ ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরামর্শ উপেক্ষা এবং কৃষকদের উদাসীনতায় কিছু জমির ধান ক্ষতি হয়েছে। এরপরও চাষিরা বাম্পার ফলনের আশা করছেন। ধলাপাড়া ইউনিয়নের কৃষক মজিদ মিয়া জানান, এ মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করেন। তবে সার, বীজ, কীটনাশক ও ডিজেলসহ সবকিছু বেশি দামে কিনতে হওয়ায় আবাদ খরচ বেশি পড়েছে। লক্ষ্মীন্দর ইউনিয়নের তালতলা গ্রামের কুরবান আলী বলেন, রোদ-বৃষ্টি ভিজে দিনরাত পরিশ্রম করে চার বিঘায় বোরো ধান আবাদ করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর