বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

সুপেয় পানি সংকটে বীরগঞ্জ

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর

সুপেয় পানি সংকটে বীরগঞ্জ

গভীর নলকূপে পানি উঠছে না -বাংলাদেশ প্রতিদিন

তীব্র দাবদাহ আর অনাবৃষ্টির কারণে দিনাজপুরের বীরগঞ্জের কয়েকটি ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এসব এলাকার গভীর নলকূপ ও সেচযন্ত্রে মিলছে না পর্যাপ্ত পানি। ফলে সুপেয়সহ দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকট দেখা দিয়েছে। জানা যায়, বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর, শিবরামপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের অধিকাংশ টিউবওয়েল থেকে পানি উঠছে না। কিছু টিউবওয়েলে পানি উঠলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক কম। এসব এলাকায় ৩৭ ফুট থেকে কোথাও কোথাও ৪৫ ফুট নিচে নেমে গেছে পানির স্তর। পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারিভাবে মোহাম্মদপুর ইউনিয়নে ২৬টি সাবমারসিবল পানির পাম্প রয়েছে। এ ছাড়া পানির সংকট নিরসনে কেউ কেউ বাড়িতে গভীর নলকূপ বসিয়েছেন। বিভিন্ন স্থানে সরকারিভাবে বসানো হচ্ছে তারা পাম্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে দেওয়া নলকূপের পানি পাচ্ছেন বলে জানান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ দেব শর্মা বলেন, এ ইউনিয়নে প্রায় ৩২ হাজার মানুষের বাস। এখানে ২০০৫ সাল থেকে পানির সমস্যা দেখা দিয়েছে। নদী-নালা, পুকুরগুলোর পানি শুকিয়ে যায়। কোথাও আগুন লাগলে নেভানোর জন্য পানি থাকে না। তবে বৈশাখ ও জৈষ্ঠ মাসে প্রচুর বৃষ্টি হলে তখন টিউবওয়েল দিয়ে পানি বের হয়। তা থেকে কোনোমতে পানির চাহিদা পূরণ করা হয়।

এবার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় সংকট বেড়েছে। সরকারের কাছে দাবি জানাই, পানির জন্য এ ইউনিয়নে একটি আধুনিক প্রকল্প চালু করা হোক। বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফরের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, বীরগঞ্জের শিবরামপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের কিছু অংশে পানির সমস্যা হচ্ছে। তবে মোহাম্মদপুর ইউনিয়নজুড়েই সমস্যা রয়েছে। এর আগেও পানির সমস্যা ছিল। ২০১৮ সালের পর থেকে তা প্রকট আকার ধারণ করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর