শিরোনাম
সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

ট্রলারের ইঞ্জিন বিকল, চার দিন পর ১৪ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। চার দিন ধরে ট্রলারসহ ১৪ জেলে সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা গতকাল বিকালে জেলেদের উদ্ধার করেন।

উদ্ধার জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোস্টগার্ড ও ট্রলার মালিক জানায়, ১৫ মে উপজেলার বাদুরতলা গ্রামের ছগির হোসেনের নেতৃত্বে এফবি মাহফুজা ট্রলার নিয়ে ১৪ জেলে সাগরে যায়। ৬৫ দিন নিষেধাজ্ঞার আগেই তাদের ঘাটে আসার কথা ছিল। ১৮ মে হঠাৎ ইঞ্জিনে পানি ডুকে বিকল হয়ে যায়। সেই থেকেই সাগরে ভাসতে ছিল ট্রলারটি। ফিরে আসা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলায়। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, কোস্টগার্ডের সহযোগিতায় জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তারা সবাই ভালো আছেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, উদ্ধার জেলেরা অক্ষত রয়েছেন। তবে শারীরিকভাবে খুবই অসুস্থ ও দুর্বল। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর