লালমনিরহাটের আদিতমারীতে তিন মাদকসেবীকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জের বাবুল মিয়া, আশরাফুল ও জাহাঙ্গীর আলম।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদক সেবন করছিল বাবুল, আশরাফুল ও জাহাঙ্গীর। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।