রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো- মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের সুখচানের ছেলে সিয়াম (১১) ও একই গ্রামের লেবাসের ছেলে সাজিম (১২)। মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। সেখানে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে গেছে। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। বিকাল পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।