দরিদ্র জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলের মাঠে গতকাল সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এ সময় রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর রেজাউল ও মেজর পারভেজ উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন বলেন, পার্বত্যাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। এদিকে রাঙামাটিতে সেনা অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী তরিত চাকমা অস্ত্রসহ আটক হয়েছে। বরকল উপজেলার শুকুরছড়ি থেকে গতকাল ভোররাতে তাকে আটক করা হয়।