মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পাঁচ পরিচ্ছন্নতাকর্মী ছুরিকাহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। উপজেলা শহরের নিউটাউন এলাকায় গতকাল ভোরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সোহেল মিয়া, সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, ওয়ালিদ মিয়া ও ইয়ামিন। তাদের মধ্যে সোহেলকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ জানায়, জড়িতদের আওতায় আনা হবে।

 

সর্বশেষ খবর