তথ্য অধিদফতর (পিআইডি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল বান্দরবান কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন তথ্য কর্মকর্তা আবদুল জলিল। সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রাম অঞ্চলের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর।