মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাকক্ষে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। জেলা শহরের শহীদ হাসান চত্বরে গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রের শাস্তি দাবিতে স্লোগান দেয়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকরা আংশিক কর্মবিরতি পালন করেন। শিক্ষককে মারপিট করা ছাত্র সফিউল আমিন শীর্ষ ওই বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে।

 

সর্বশেষ খবর