কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহতের নাম তালেব উদ্দিন (৬২)। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রবিবার রাতে তালেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ভোরে তার মৃত্যু হয়।