কুমিল্লার চান্দিনা পৌর এলাকার একটি গ্রাম হারং। এ গ্রামের ৩০ পরিবার পান চাষে জড়িত। একই উপজেলার মহিচাইল ও কংগাই গ্রামের ২০০ পরিবারের পেশা পান চাষ। তাদের মাতা কুমিল্লার ছয়টি উপজেলার দেড় হাজারের বেশি পরিবার পান চাষে জড়িত। এসব পরিবারের পান চাষের ঐতিহ্য শত বছরের বেশি। পান চাষেই তাদের পরিবারে এসেছে সমৃদ্ধি। কৃষি অফিসের সূত্রমতে, জেলার ১১৬ হেক্টর জমিতে পান আবাদ হয়েছে। চান্দিনা, দেবিদ্বার, বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও মুরাদনগর উপজেলায় উল্লেখযোগ্য পরিমাণে পান চাষ হচ্ছে। সরেজমিন হারং গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির পাশে সবুজ বরজ। ভোর থেকেই বরজে চাষিদের ব্যস্ততার শুরু। কেউ পান গাছ কাঠির সঙ্গে খড় দিয়ে বাঁধছেন। কেউ পান তুলছেন। কেউ তোলা পান বাছাই করছেন। হারং গ্রামের চাষি নিমাই চন্দ্র দত্ত বলেন, শত বছর ধরে তার পরিবার পান চাষ করেন। তিনি দুই একর জমিতে পানের চাষ করেছেন। একটি গাছ থেকে তিনি ৩০ বছরও ফসল পেয়েছেন। এ এলাকায় মহালনি পান চাষ বেশি হয়। অল্প পরিমাণে চাষ হয় গয়াসুর পান। বড় পান ২৩০ টাকা বিড়া (৯৬টি) পাইকারি বিক্রি করেছেন। মাঝারি পানের বিড়া ১২০ এবং ছোটগুলোর বিড়া ৫০ টাকায় বিক্রি করেছেন। তিনি বলেন, পান চাষে তাদের পরিবারে সমৃদ্ধি এসেছে। বাঁশ, খড়, সার, বীজের দাম বেড়েছে। এখন লাভ কম হচ্ছে। চান্দিনা বাজারের পান ক্রেতা গোপাল দত্ত বলেন, বারুই সম্প্রদায়ের মানুষ বেশি পান চাষ করেন। এ অঞ্চলের বড় পান বাজার চান্দিনা। তিনি পান কিনে পাশের রামমোহন বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করেন। পাইকারি ক্রেতা লিটন চন্দ্র পাল বলেন, জেলায় প্রতিদিন ১০ হাজার বিড়া পানের চাহিদা রয়েছে। উৎপাদন হচ্ছে ৬ হাজার বিড়া। কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, মাঠ কর্মকর্তারা কৃষকদের পরামর্শসহ বিভিন্ন কারিগরি সহযোগিতা দিয়ে থাকেন।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত