পটুয়াখালীতে ঠান্ডাজনিত রোগে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। আবহাওয়া পরিবর্তনের ফলে নিউমোনিয়া, ব্রোঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। গতকাল পর্যন্ত শতাধিক শিশু রোগী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি ছিল। এক বেডে দুই শিশু, এমনকি কোনো কোনো বেডে তিন শিশুকে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। বেড সংকটে স্বাভাবিক চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪০টি বেড নির্ধারিত আছে। বর্তমানে এ ওয়ার্ডে ৯৬ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তিন দিনে ছয় শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে। ভর্তি হয়েছে ২০ শিশু। এ ছাড়া পেয়িং ওয়ার্ডের ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে পাঁচ শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত জেলার বিভিন্ন উপজেলা থেকে নতুন নতুন রোগী আসছে হাসপাতালে। নিউমোনিয়া, ব্রোঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে বেশির ভাগ শিশু। শয্যা সংকট হওয়ায় একই বেডে দুজন এমনকি তিনজন শিশুকে এক সঙ্গে দেওয়া হচ্ছে চিকিৎসা। এতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও শিশুর স্বজনরা। শিশুর স্বজনদের অভিযোগ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শয্যা সংখ্যা বাড়েনি। শিশুদের চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয়। শিশুর মা পুকুরজনা এলাকার সুমি আক্তার বলেন, ছয় মাসের শিশু রুকাইয়া তিন দিন ধরে ঠান্ডা, কাশি, বমি নিয়ে এখানে ভর্তি হয়েছে। রোগীর চেয়ে বিছানা অনেক কম থাকায় কষ্ট হচ্ছে। তিন মাস বয়সী রাইয়ানের মা জানান, তার ছোট্ট শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হলে ভর্তি করা হয়। তার সঙ্গে আড়াই বছরের রাহেলাও রয়েছে। কিন্তু ভয় হয় যদি সুস্থ শিশুটিও অসুস্থ হয়ে পড়ে। শিশু ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা জানান, শীত মৌসুমে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে দিনে গরম ও রাতে শীত তাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এ মৌসুমে শিশু রোগীর সংখ্যা বাড়তে থাকবে। পর্যাপ্ত বেড ও অন্যান্য সরঞ্জামাদি কম থাকায় চিকিৎসাসেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। তার পরও নির্ধারিত বেডেই ভাগ করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যাতে শিশুদের কষ্ট না হয়। একাধিক শিশু বেডে দেওয়া হলেও আমরা তাদের অভিভাবকদের সব সময় সচেতন করছি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান বলেন, এ শীতে নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগী বেশি আসছে। বয়স্কদের তুলনায় শিশু রোগী বেশি। এসব রোগ এড়িয়ে চলতে সব সময় মাস্ক পরতে হবে। শিশুদের শীতের পোশাক পড়িয়ে রাখার পরামর্শ দেন তিনি। শিশুদের রোগ নির্ণয়ের পর এক এক শিশুর জন্য আলাদা আলাদা বেডে রাখতে হবে। একই রোগী একটি বিছানায় দিতে হবে। আমরা সতর্কতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল নতুন ৫০০ শয্যার কার্যক্রম চালু হলে বেডের সংকট কমবে। বর্তমানে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটু কষ্ট হলেও আমরা সেবা দিতে আপ্রাণ চেষ্টা করছি। শিশুদের চিকিৎসাসেবা যথাসাধ্য চালিয়ে যাচ্ছেন আমাদের চিকিৎসক ও নার্সরা।
শিরোনাম
- দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন গার্গ
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল ম্যাচ
- চার বছরের মধ্যেই ঝুঁকিতে সিনেমা হল ব্যবসা, বন্ধ মধুবন সিনেপ্লেক্স
- ঠাকুরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১৯ জন
- বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ
- টাঙ্গাইলে ১২৪৭ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন
- মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার
- বগুড়ায় উৎপাদন বেশি হলেও সবজির দাম বাড়তি
- দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ইফতেখারুজ্জামান
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সমাপ্ত
- ময়মনসিংহে বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ
- গুইমারায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- গণঅভ্যুত্থানের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেফতার
- ঢাবিতে INFS প্রাক্তনদের মিলনমেলা
- গণহত্যা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে মোংলায় সাইকেল র্যালি
- আফগানিস্তানের বাগরাম ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র
- মিসরীয় জাদুঘর থেকে ফারাওয়ের অমূল্য ব্রেসলেট চুরি
- সাইবার স্পেসে জুয়ার শাস্তি দু’ বছর কারাদণ্ড, জরিমানা কোটি টাকা
- ‘কাল্কি’র সিক্যুয়েল থেকে ছিটকে গেলেন দীপিকা পাডুকোন
- পানির স্তর স্বাভাবিক, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট বন্ধ
ঠান্ডা রোগে হাসপাতালে শতাধিক শিশু
এক শয্যায় ২-৩ জনকে রেখে চিকিৎসা
সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

মার্কিন পদক্ষেপে এবার গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম