রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫ দিন। জেলা প্রশাসন ও রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জানানো হয় হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় এ সিদ্ধান্ত। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) জানায়, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে প্রতি বছর তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময়ে হ্রদে অবমুক্ত করা হয় কার্প জাতীয় মাছের পোনা।
মাছের প্রজনন বৃদ্ধি সুরক্ষায় পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালতও।
রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয় গত ২৫ এপ্রিল। এর মধ্যে তিন মাস হয়ে গেছে। হ্রদে পানির পরিমাণ এখনো কম। এখন মাছ শিকার করলে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রজননের। এ কারণে নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।
এ সময়ে হ্রদে সব প্রকার মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন, শুকানো ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাছ আহরণ নিষিদ্ধকালে বন্ধ থাকবে সব বরফকল।