কক্সবাজারে গভীর সাগরে মাছ ধরার সময় এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারের ২৫ মাঝিমাল্লা ও জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে দুজন। বঙ্গোপসাগরে গুলিরধার নামক পয়েন্টে গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ট্রলারমালিক এয়ার মোহাম্মদ। তিনি জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মায়ের দোয়া ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারে যায়।