নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃষ্টপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। শরিফুল উপজেলার বিরোপাড়ার সাদের আলীর ছেলে ও লালপুর থানা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ধারণ করা হচ্ছে দুপুরে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছে। পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।