চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজীবকে (১৫) অপহরণ ও হত্যার দায়ে মোহাম্মদ মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। মামুন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। সহকারী পিপি শরীফ উদ্দিন হাসু জানান, ২০১৬ সালের ২৯ জুলাই দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মাহফুজ আলম সজিবকে মামুনসহ চারজন অপহরণ করে। তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ২০ লাখ টাকা। মুক্তিপণের টাকা প্রদান না করে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ ও র্যাবকে জানায়।