ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর ইউআই আলিম মাদরাসার অধ্যক্ষ নূর আলম সরকারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি করা হয়। সেই সঙ্গে তারা অধ্যক্ষের পদত্যাগেরও দাবি জানান। গতকাল দুপুরে ছাত্র-অভিভাবক ব্যানারে মাদরাসার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
ঘণ্টাব্যাপী এ বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন, চলতি মাসের ৩ আগস্ট সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাদরাসায় উপস্থিত হয়ে কোনো নিয়ম না মেনে প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে অবৈধভাবে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে মাদরাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন। তাই বিক্ষোভকারীরা ওই অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।