বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। নগরকান্দার পোড়াদিয়া বাজারে গতকাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু। উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ গোলজার আহমেদ, কাইচাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি খাইরুজ্জামান মিয়া, জয়নাল আবেদীন, জানে আলম মিয়া, যুবদল নেতা নীরু মাতুব্বর প্রমুখ। বক্তারা অবিলম্বে শামা ওবায়েদের বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ২১ আগস্ট বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হন। এ ঘটনায় শামা ওবায়েদকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয় নগরকান্দা থানায়। ঘটনার পর শামা ওবায়েদ ও কৃষক দল নেতা শহিদুল ইসলামের পদ স্থগিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটি।