দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে সারা দেশে গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আয়োজন করেছেন বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং বন্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বরিশাল : আশ্বিনী কুমার হলে দোয়া-মোনাজাতের আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। বক্তৃতা করেন বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ। একই স্থানে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। ময়মনসিংহ : নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শফিকুল ইসলাম, শেখ আমজাদ আলী, কাজী রানা প্রমুখ। বাগেরহাট : দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম। পরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।নেত্রকোনা : শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালি। নড়াইল : সকালে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা জুলফিকার আলী প্রমুখ। ঝিনাইদহ : সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ উপস্থিত ছিলেন।