ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে যৌতুকের জন্য নববধূ নাজমা আক্তারকে (১৯) বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদ হোসেন ও তার মা পলাতক। নাজমার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকালে শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়েকে বিষ খাওয়ায়। বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান নাজমা। নাজমা পিরোজপুরের কাউখালীর গুয়াটন কলেজ এলাকার আবুল বাসারের মেয়ে ও এইচএসসি পরীক্ষার্থী।