দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশে অবস্থান করা আলোচিত সন্ত্রাসী আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন যশোর আদালতে আত্মসমর্পণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা পারভীন। লিটন যশোর শহরের মোল্যাপাড়ার বর উদ্দিনের ছেলে। আদালত সূত্র জানান, গতকাল একটি অস্ত্র মামলায় ফিঙে লিটন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘসময় বিদেশে থাকলেও যশোরসহ বিভিন্ন স্থানে নানারকম ব্যবসায় ফিঙে লিটনের অদৃশ্য নিয়ন্ত্রণ ছিল। বিচারকের আদেশ প্রাপ্তির পর ফিঙে লিটনকে কারাগারে পাঠানো হয়েছে।