কাশিমপুর কারাগার থেকে পলাতক মোহাম্মদ হৃদয়কে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয় সাটুরিয়া উপজেলার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। ৬ আগস্ট রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় হৃদয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
তিনি দৌলতপুরের ব্রাহ্মন্দী এলাকার মেহের আলী শেখের ছেলে।
র্যাব জানায়, ২০২০ সালে কক্সবাজার গিয়ে শ্বেতপাথর কুড়িয়ে পায় আরিফ। ওই শ্বেতপাথরের লোভে ২০২০ সালের ১৭ মে আরিফকে ধানকাটার কথা বলে সাটুরিয়ার দিমুখা চরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে হৃদয়। পরে অভিযান চালিয়ে পুলিশ হৃদয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২০২২ সালের ২৯ আগস্ট আসামি হৃদয়কে মৃত্যুদন্ড প্রদান করেন। পরে তাকে মানিকগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।