সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার এক দফা দাবিতে গতকাল বিক্ষোভ, মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী নাজমুল হোসেন রনি, সুহাইল মাহদীন সাদী, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, রিফাত হোসেন, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, শেখ মিনহাজ, নুহা আনসারী প্রমুখ। পরে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। তারা বলেন, আমরা এসপিকে স্বপদে বহাল রাখার জন্য উপদেষ্টা পরিষদের কাছে জোর দাবি জানাচ্ছি।