নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাদের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত সোম ও মঙ্গলবার রিমান্ড শুনানি হয়। গ্রেপ্তাররা হলেন- মামুন, শরীফ ও কাজল। রবি ও সোমবার তাদের গ্রেপ্তার করে র্যাব-১১। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আবদুর রশিদ বলেন, সোমবার মামুন ও শরীফকে এবং মঙ্গলবার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করা হয় ত্বকীকে। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবা রফিউর রাব্বী সদর থানায় মামলা করেন। তখন কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
ওই বছরের ১৮ মার্চ রাতে এ খুনের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভূইয়া পারভেজ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাত বিন ওসমানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে অবগতিপত্র দেন বাদী রফিউর রাব্বী।