দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা গতকাল জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে দুপুরে এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মাহিন সরকার। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম প্রমুখ। এ ছাড়াও আন্দোলনে জয়পুরহাটে নিহত এবং আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের ফেলে যাওয়া দোসর ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বিভাজনের চেষ্টা করছে। দেশ ও জাতি গঠনের লক্ষ্যে সেদিকে সতর্ক থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।