বগুড়ায় আরও চার থানাসহ ট্রাফিক বিভাগে নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। আদেশ অনুযায়ী বগুড়া সদর আদালত ইনচার্জ এস এম মঈনুদ্দীনকে সদর থানার ওসি, বগুড়া পুলিশ অফিসের ওয়াদুদ আলমকে শাজাহানপুর থানার ওসি, কুমিরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলামকে শেরপুর থানার ওসি ও নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলামকে নন্দীগ্রাম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সদর ট্রাফিকে অ্যাডমিন হিসেবে সালেকুজ্জামান খাঁনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস শুকুরকে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদকে শিবগঞ্জ সার্কেল অফিসে এবং মাহবুবুর রশিদকে সদর ট্রাফিকে পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে ২০ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জ, ধুনট, সোনাতলা, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।