বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে হামলায় মোবাশ্বের হোসেন (১২) নামে এক শিশু খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে। মোবাশ্বের ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার চাচাতো ভাই নাবিল হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাবিল হোসেন তার চাচাতো ভাই। জানা যায়, না বলে ফোন নেওয়ার অভিযোগ তুলে নাবিল হোসেন মোবাশ্বেরকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। ওসি আশিক ইকবাল জানান, নিহতের চাচাতো ভাই নাবিল হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।