পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ভাণ্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে ভাণ্ডারিয়া পৌর শহরের বাসা থেকে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যুথী ভাণ্ডারিয়া পৌর শহরের আজাদ জমাদ্দারের মেয়ে।
পিরোজপুর সদর থানার ওসি আবদুস সোবাহান বলেন, বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অপরাধে যুথীকে ভা ারিয়ার পৌর শহরের বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।