নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের তিন দিন পর বিল থেকে মনির হোসেন (৫০) নামের কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মনির হোসেনের বাড়ি উপজেলার ফতেহপুর গ্রামে। দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করে উপজেলার কাঁচপুর এলাকায় বসবাস করছিলেন তিনি। শনিবার বিকালে গ্রামের বাড়িতে আসার পর থেকে নিখোঁজ ছিলেন। ওসি মো. আবদুল বারী জানান, ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে গেছে।