খাগড়াছড়ির দীঘিনালায় ক্রেতা সেজে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। শনিবার উপজেলার বোয়ালখালী বাজার এলাকা থেকে পাখিগুলো জব্দ করা হয়। এ সময় বিক্রেতা দীঘিনালা উপজেলার রেংকার্যা গ্রামের আবু হানিফের ছেলে হাফিজুর রহমানকে আটক করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, ফেসবুকে টিয়া পাখির ছানা বিক্রির ঘোষণা দেওয়ার পর বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান, হাজাছড়ি রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জাফর উল্লাহ ও আবদুল কুদ্দুস। ক্রেতা সেজে পাখিগুলো উদ্ধার করেন তারা। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ হাফিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা বলেন, ছানাগুলো এখনো উড়তে পারে না। বন বিভাগের হেফাজতে রয়েছে। উড়বার উপযুক্ত হলে অবমুক্ত করা হবে।