বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার আমতলী উপজেলার অসহায় ৩০ জন নারী বিনামূল্যে পেয়েছেন সেলাই মেশিন। আমতলী পৌরসভা মিলনায়তনে গতকাল দুই উপজেলার ১৫ জন করে নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলীর ইউএনও মো. রোকুনুজ্জামান। সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ওসি আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, আমতলী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা তারিকুল ইসলাম টারজান, সদস্যসচিব তুহিন মৃধা, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আবদুল মালেক, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া ও আমতলী উপজেলা শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিরাজ ও রিয়াজুল ইসলাম ইমন। সেলাই মেশিন পেয়ে দারুণ উচ্ছ্বসিত নারীরা।