ধুনটে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান হারেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ঈশ্বরঘাট গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে ককটেল হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি হারেজ উদ্দিন।