বগুড়ায় হাফেজ আবদুল মান্নান (৭৪) নামে মসজিদের এক ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় নোমান (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শহরের মালতিনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, ইমাম হাফেজ আবদুল মান্নানের বাড়ি শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার মসজিদে ইমামতি করেন। গতকাল জোহরের আজান দেওয়ার পর পরই তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তিনি মসজিদের পাশে ড্রেনে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। এ ঘটনায় নোমান নামের এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ছুরিকাঘাতে আহত ইমাম ও গণধোলাইয়ের শিকার দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি হাসান বাসির জানান, হাফেজ আবদুল মান্নানকে ছুরিকাঘাতের ঘটনায় নোমান নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। কী কারণে ওই ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।