শ্রমিক অসন্তোষের কারণে আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু হয়েছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় গতকাল সকাল থেকে শ্রমিকরা পাথর উত্তোলন শুরু করেন। এর আগে ২ জুলাই শ্রমিকদের বিভিন্ন দাবিতে আন্দোলন পরিস্থিতির কারণে খনির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।