লালমনিরহাটের কালীগঞ্জের কাশীরাম এলাকায় ১০০টি ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দের জমি পুনরায় উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা সাড়ে ৬ একর জমি উদ্ধার করেন। জানা গেছে, ২০০০ সালে কাশীরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে ১০০টি ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। তবে ২০০৩-০৪ সালে ব্যারাকগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে একই স্থানে নতুন চর জেগে উঠলেও অবৈধ দখলদারদের কারণে প্রকৃত অধিকারভোগীরা জমির দখল পাচ্ছিলেন না। ইউএনও জাকিয়া সুলতানা বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় লাল পতাকা টানিয়ে ৬.৬৬ একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।