দিনাজপুরের খানসামায় যাত্রীবেশে ছিনতাইকারীরা এক রিকশাভ্যান চালককে কুপিয়ে জখম করেছে। গুরুতর অবস্থায় ভ্যানচালক জসিম উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের চি পুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খানসামায় যাওয়ার উদ্দেশে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দুজন ও নীলফামারীর একজন ব্যক্তি যাত্রীবেশে ওই রিকশায় উঠেন। পথে চি পুর এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালককে কুপিয়ে রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ছিনতাইকারীরা রিকশাভ্যান নিয়ে পালিয়ে যেতে ব্যর্থ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। খানসামা থানার ওসি নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।