আষাঢ়ে ছিল তীব্র খরা। আমন আবাদ পড়েছিল হুমকির মুখে। বৃষ্টির অপেক্ষায় থাকা কৃষকরা পড়েছিলেন দুশ্চিন্তায়। শ্রাবণের প্রথম দিনের বৃষ্টির পানিতে, স্বস্তি ফিরেছে এসব কৃষকের। স্বস্তি এসেছে জনজীবনে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লালমনিরহাটে চলতি মৌসুমে ৫৩ হাজার ৫০৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৭৩ টন। আষাঢ়ের প্রথম থেকেই চাষাবাদ শুরু হওয়ার কথা। বৃষ্টির অভাবে কৃষকরা সময় মতো সেই কার্যক্রম শুরু করতে পারেনি। কিছু কৃষক সেচের পানি দিয়ে চাষাবাদ শুরু করেছে। অধিকাংশ কৃষকই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরিফিন বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে কৃষকরা সমস্যায় না পড়েন।