জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে বৈদ্যুতিক টুলস বক্সে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রতিষ্ঠানটিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা ও পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।