খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও তিন দফা দাবি জানিয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের ছয়টি যৌথভাবে। গতকাল সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ত্রিপুরা সংসদের সভাপতি কমল বিকাশ। অভিযোগ করা হয় ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের ঘটনাকে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজনৈতিক রূপ দেওয়ার অপতৎপরতা চালাচ্ছে। এদিকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ছয় সংগঠনের দাবিগুলো হলো- মামলার অন্য দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার, ভুক্তভোগী কিশোরীর সুচিকিৎসা নিশ্চিত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করা। নেতারা তিন দফা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।
উল্লেখ, ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।